২৬ সেপ্টেম্বর ২০২৫, ০৮:৪৮ পিএম | আপডেট: ২৬ সেপ্টেম্বর ২০২৫, ০৮:৪৮ পিএম আইসিসি নারী ওয়ানডে বিশ্বকাপের আগে বাংলাদেশ ও দক্ষিণ আফ্রিকার মধ্যকার প্রথম প্রস্তুতি ম্যাচটি বৃষ্টিতে পরিত্যক্ত হয়েছে। কলম্বোয় টস জিতে প্রথমে ব্যাট করতে নামে দক্ষিণ আফ্রিকা। বল হাতে ম্যাচের প্রথম ডেলিভারিতে উইকেট শিকার করেন বাংলাদেশ পেসার মারুফা আকতার। গোল্ডেন ডাক মারেন দক্ষিণ আফ্রিকার অধিনায়ক লরা উলভার্ট। ইনিংসের তৃতীয় ওভারের প্রথম বলে আবারও উইকেট শিকারে মাতেন মারুফা। এবার ২ রান করা অ্যানেরি ডার্কসনকেও বোল্ড করেন মারুফা। এতে ১৭ রানে ২ উইকেট হারায় দক্ষিণ আফ্রিকা। তৃতীয় উইকেটে ২৭ রানের জুটি গড়েন তানজিম ব্রিটস ও মারিজান ক্যাপ। অষ্টম ওভারের শেষ বলে ২১ রান করা ক্যাপকে বোল্ড করেন বাঁ-হাতি স্পিনার নাহিদা আকতার। ইনিংসের নবম ওভারের পর বৃষ্টিতে বন্ধ হয় খেলা। বৃষ্টির ধারা অব্যাহত...