সিলেট নগর ও বিভিন্ন উপজেলার ৬১৮টি মণ্ডপে দুর্গাপূজা শুরু হবে ষষ্ঠীপূজার মাধ্যমে। পূজা উপলক্ষে প্রশাসনের পক্ষ থেকে নেওয়া হয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা। এছাড়াও জেলায় এবার প্রথমবারের মতো শারদীয় দুর্গাপূজায় কুমারী পূজার আয়োজন করা হয়েছে। নগরীর কালিবাড়ি, বাগবাড়ি ও দাড়িয়াপাড়া ঘুরে দেখা গেছে, মৃৎ শিল্পীদের দক্ষ হাতের ছোঁয়ায় পূর্ণরুপে ফুটে উঠেছে দৃষ্টিনন্দন দুর্গা প্রতিমা। প্রতিটি মণ্ডপে মণ্ডপে সাজসজ্জার কাজ চলছে পুরোদমে। প্রতিটি মন্দিরের গেইট, প্যান্ডেল ও প্রবেশ পথে লাইটিং ও সাজসজ্জা করা হচ্ছে। নগরীর বাগবাড়ির বাসিন্দা সাগর তালুকদার বলেন, “প্রতি বছরই পূজা উপলক্ষে নতুন কাপড় কেনা হয়। এবারও নতুন কাপড় কিনেছি সবার জন্য। “নগরীর বিভিন্ন দোকানে ডিসকাউন্ট দিয়েছেন ব্যবসায়ীরা। এজন্য বেচাকেনাও ভালো হচ্ছে, কারণ দোকানগুলোতে মানুষজনের ভিড় চোখে পড়েছে।’’ সিলেট জেলা পূজা উদযাপন পরিষদ ও মহানগর শাখা বলছে, সিলেটে এবার ৬১৮...