খাজা শরফুদ্দীন চিশতি (রহ.) এর মাজার শরীফ হাইকোর্ট থেকে স্থানান্তরের চক্রান্ত বন্ধ না হলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দিয়েছেন মাজার মসজিদ মুসল্লি পরিষদের নেতারা। শুক্রবার (২৬ সেপ্টেম্বর) বাদ জুমা হাইকোর্ট মাজার মসজিদ প্রাঙ্গণে সংক্ষিপ্ত বিক্ষোভ সমাবেশ থেকে এই হুঁশিয়ারি দেন পরিষদের আহ্বায়ক মাওলানা মুহাম্মদ আবদুল হাকিম। তিনি বলেন, “চট্টগ্রামের বার আউলিয়া, সিলেটের শাহজালাল, শাহপরান, বাগেরহাটের খান জাহান, ঢাকার খাজা শরফুদ্দীন চিশতি (রহ.) এর মতো আউলিয়াদের হাত ধরে এ দেশে শান্তির ধর্ম ইসলাম এসেছে, তরবারি দিয়ে নয়। তারাই ধর্মীয় ও গোষ্ঠীগত ভেদাভেদ ভুলিয়ে অসাম্প্রদায়িক সামাজ ব্যবস্থা গড়ে তুলেছেন। তৌহিদী জনতার নামে আজ এই মহান আধ্যাত্মিক প্রাণ পুরুষদের মাজারে হামলা হচ্ছে। মসজিদ মাদ্রাসাও বাদ যাচ্ছে না। তারাই হাইকোর্ট থেকে প্রসিদ্ধ এই মাজার স্থানান্তরের চক্রান্ত করছে।” “আমরা সরকারকে হুঁশিয়ার দিয়ে বলছি, এই মাজারকে কেন্দ্র...