ফুটবল মাঠের লড়াই এবার ছাপিয়ে গেল কূটনীতি ও আন্তর্জাতিক রাজনীতিকে। ইউরোপীয় ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা উয়েফা ইসরায়েলকে আন্তর্জাতিক ফুটবল থেকে বহিষ্কার করার প্রস্তাব নিয়ে এগোচ্ছে—এমন ইঙ্গিত দিয়েছে বার্তা সংস্থা এপি। অ্যাসোসিয়েটেড প্রেসকে (এপি) দেওয়া তথ্য অনুযায়ী, উয়েফার ২০ সদস্যের নির্বাহী কমিটির বেশিরভাগই ইসরায়েলি দলগুলোকে আন্তর্জাতিক ফুটবল থেকে সরিয়ে দেওয়ার পক্ষে ভোট দিতে পারেন। এই সিদ্ধান্ত হলে আগামী বছরের বিশ্বকাপ বাছাইপর্বেই আর নামতে পারবে না ইসরায়েল। অথচ দুই সপ্তাহ পরই নরওয়ে ও ইতালির বিপক্ষে তাদের গুরুত্বপূর্ণ বাছাইপর্বের ম্যাচ রয়েছে। তবে ফিফা এই বিষয়ে কী অবস্থান নেবে, তা এখনো পরিষ্কার নয়। ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো ও সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘনিষ্ঠ সম্পর্কের কারণে যুক্তরাষ্ট্র সরকারের চাপ এখানে বড় প্রভাব ফেলতে পারে। মার্কিন পররাষ্ট্র দপ্তর ইতোমধ্যেই জানিয়েছে, ইসরায়েলকে বিশ্বকাপ থেকে বাদ দেওয়ার...