এশিয়া কাপের ফাইনালের আগে ভারত–পাকিস্তান ম্যাচ ঘিরে উত্তেজনা তুঙ্গে। মাঠের লড়াইয়ের বাইরেও আলোচনার কেন্দ্রবিন্দুতে এসেছে এক রসিকতা মিশ্রিত ভুল। পাকিস্তানের সাবেক গতি তারকা শোয়েব আখতার টেলিভিশন শোতে ভারতীয় ওপেনার অভিষেক শর্মার নাম নিতে গিয়ে হঠাৎ করে উচ্চারণ করে ফেললেন—অভিষেক বচ্চন! মুহূর্তেই হাসির রোল ওঠে স্টুডিওজুড়ে, আর ক্লিপটি ছড়িয়ে পড়ে সামাজিক মাধ্যমে।আখতার মূলত বলতে চেয়েছিলেন, ‘পাকিস্তান যদি অভিষেক শর্মাকে দ্রুত আউট করতে পারে, তবে ভারতের মিডল অর্ডার ভেঙে দেওয়ার সুযোগ আসবে।’ কিন্তু ‘শর্মা’র জায়গায় ‘বচ্চন’ নাম চলে আসতেই চমক লাগে দর্শক ও সহ–প্যানেলিস্টদের। ভারতের সুপারস্টার বলিউড অভিনেতার নাম মাঠের আলোচনায় ঢুকে পড়ায় সবাই হেসে কুটোপাটি।প্রথমবার এশিয়া কাপ ফাইনালে মুখোমুখি ভারত-পাকিস্তানযদিও এটি নিছক একটি জিহ্বা ফসকানো ভুল, তবে এর মধ্যেই ফুটে ওঠে ভারতীয় ক্রিকেট আর বলিউডের অবিচ্ছেদ্য যোগসূত্র। দক্ষিণ এশিয়ার সংস্কৃতিতে দুই...