ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু শুক্রবার জাতিসংঘ সাধারণ পরিষদে বলেছেন, গাজায় হামাসের বিরুদ্ধে ইসরায়েলকে ‘কাজ শেষ করতে হবে’। তিনি বক্তব্য শুরু করার সঙ্গে সঙ্গেই বিভিন্ন দেশের বহু প্রতিনিধি একযোগে হল ত্যাগ করেন। নেতানিয়াহু কথা বলার সময় চারদিক থেকে অস্পষ্ট চিৎকার শোনা যাচ্ছিল। যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদল, যারা হামাসবিরোধী অভিযানে নেতানিয়াহুকে সমর্থন করে এসেছে, তারা হলে থেকে যায়। অন্যদিকে নেতানিয়াহুর ভাষণের শুরুতেই কিছু অংশ থেকে হাততালি শোনা যায়। অতীতের মতো এবারও নেতানিয়াহু ভিজ্যুয়াল মাধ্যমের সহায়তায় একটি মানচিত্র তুলে ধরেন, যার শিরোনাম ছিল ‘দ্য কার্স’। তিনি সেটিতে বড় মার্কার দিয়ে দাগ দেন। পরে তিনি নিজের কোটে একটি কিউআর কোড লাগান এবং শ্রোতাদের সামনে একটি বোর্ডে বহুনির্বাচনী প্রশ্ন তুলে ধরে তা পাঠ করেন। ভাষণে নেতানিয়াহু বারবার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশংসা করেন। তিনি জানান, এক ‘অভূতপূর্ব...