পাসপোর্ট ও ভিসা ছাড়া অবৈধভাবে বাংলাদেশে অনুপ্রবেশের অপরাধে রাজধানীর ভাষানটেকের টেকপাড়া গলি থেকে আটক ভারতের আসামের সাকিনা বেগমকে (৬৮) কারাগারে পাঠানো হয়েছে। শুক্রবার (২৬ সেপ্টেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আতিকুর রহমান তাকে কারাগারে পাঠানোর এ আদেশ দেন। এদিন সাকিনা বেগমকে আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা ভাষানটেক থানার উপপরিদর্শক শেখ মো. আলী সনি। তবে সাকিনার পক্ষে কোনো আইনজীবী ছিলেন না। সেই আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারক তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। সিএমএম আদালতে ডিএমপির প্রশিকিউশন বিভাগের সহকারী উপকমিশনার (এডিসি) মো. নাসিরউদ্দীন এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে বিকেলে আটকের পর ‘দ্য কন্ট্রোল অব এন্ট্রি অ্যাক্ট, ১৯৫২’ আইনে অবৈধভাবে বাংলাদেশে অনুপ্রবেশের অপরাধে ওই নারীর বিরুদ্ধে মামলা করে ভাষানটেক থানা পুলিশ। মামলার অভিযোগ সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার বিকেলে ভাষানটেক থানার...