সদ্য প্রয়াত কিংবদন্তি শিল্পী লালনকন্যা খ্যাত ফরিদা পারভীনের স্মরণে ময়মনসিংহে অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। শুক্রবার (২৬ সেপ্টেম্বর) নগরীর জয়নুল আবেদিন উদ্যান এলাকায় ব্রহ্মপুত্র নদের পাড়ে ‘পরম্পরা’ নামে একটি সাংস্কৃতিক সংগঠন এই অনুষ্ঠানের আয়োজন করে। এসময় সারাদেশে মাজার ভাঙচুর, ফকির ও আত্মভোলা মানুষদের জোর করে চুল কেটে দেওয়ারও প্রতিবাদ জানান সংস্কৃতিকর্মীরা। গত কোরবানির ঈদের আগে ময়মনসিংহের তারাকান্দা উপজেলার কোদালিয়া গ্রামের বাসিন্দা বৃদ্ধ ফকির হালিম উদ্দিন আকন্দকে ধরে জোর করে তার চুল, দাড়ি কেটে দেওয়া হয়। সেই ঘটনার ভিডিও সম্প্রতি ফেইসবুকে ছড়িয়ে পড়েছে। ভিডিও ছড়িয়ে পড়ার পর থেকে শুরু হয় আলোচনা-সমালোচনা। ফরিদা পারভীন স্মরণানুষ্ঠানে এই ঘটনার প্রতীকী প্রতিবাদ হিসেবে আয়োজক ও ‘পরম্পরা’ সাংস্কৃতিক সংগঠনের সভাপতি কবি শামীম আশরাফের চুলও কাটা হয়। অনুষ্ঠানের একটি ব্যানারে লেখা ছিল, ‘আল্লাহ তুই দেহিস: মাজার ভাঙার সংস্কৃতিতে...