জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে অংশ নিতে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে গেছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। এ সফরে তার সঙ্গে যাওয়া প্রতিনিধিদলের সদস্য সংখ্যা নিয়ে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)-এর বিবৃতিকে ভুল তথ্যের ভিত্তিতে দেওয়া বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার প্রেসসচিব শফিকুল আলম। তিনি দাবি করেন, প্রকৃত সদস্য সংখ্যা ৬২ জন, যা গত বছর ৫৭ জনের তুলনায় সামান্য বেশি। শুক্রবার (২৬ সেপ্টেম্বর) সন্ধ্যায় ফেসবুকে এক পোস্টে প্রেসসচিব এ তথ্য জানান। শফিকুল আলম তার পোস্টে উল্লেখ করেন, স্বচ্ছতার জন্য কাজ করা সংস্থা টিআইবির পক্ষে যাচাই না করে শুধু সামাজিক যোগাযোগমাধ্যমের পোস্টের ভিত্তিতে বিবৃতি দেওয়া খুবই হতাশাজনক। টিআইবি দাবি করেছিল যে প্রতিনিধিদলে ১০০ জনেরও বেশি সদস্য রয়েছে। প্রেসসচিব জানান, গত বছরের তুলনায় এবারের প্রতিনিধিদল শুধু ছোটই নয়, বরং অনেক বেশি মনোযোগী, পরিশ্রমী ও ফলাফলভিত্তিক। তিনি...