ওপেনএআইয়ের প্রতিদ্বন্দ্বী কোম্পানি অ্যানথ্রপিকের সঙ্গে নতুন অংশীদারিত্ব আরও জোরদার করছে মাইক্রোসফট। সফটওয়্যার জায়ান্টটি তাদের এআই অ্যাসিস্ট্যান্ট কোপাইলটে যুক্ত করছে অ্যানথ্রপিকের এআই মডেল। এতদিন কোপাইলট মূলত ওপেনএআইয়ের মডেলের ওপর নির্ভর করেই কাজ করত। তবে অ্যানথ্রপিকের সঙ্গে এই চুক্তি দুই কোম্পানির একক অংশীদারিত্ব ধীরে ধীরে কমে আসার ইঙ্গিত দিচ্ছে বলে প্রতিবেদনে লিখেছে প্রযুক্তি সাইট টেকক্রাঞ্চ। কয়েক সপ্তাহ আগেই অফিস ৩৬৫-এর কিছু অ্যাপস যেমন ওয়ার্ড, এক্সেল ও আউটলুকে অ্যানথ্রপিকের এআই ব্যবহারের চুক্তি করেছিল মাইক্রোসফট। এবার কোপাইলট বিজনেস ব্যবহারকারীরা ওপেনএআইয়ের ডিপ রিজনিং মডেল ছাড়াও অ্যানথ্রপিকের ক্লড ওপাস ৪.১ এবং ক্লড সনেট ৪ ব্যবহার করার সুযোগ পাবেন। এর মাধ্যমে জটিল গবেষণা থেকে শুরু করে কাস্টম এআই টুল বানানো এবং...