অনেক পানি ঘোলা করে হলেও অবশেষে দুদকের ‘অবজারভেশনে’ থাকা ১৫ ক্লাব কাঙ্ক্ষিত ও প্রত্যাশিত কাউন্সিলরশিপ পেয়েছে। আজ শুক্রবার বিকেলে নির্বাচন কমিশন যে তালিকা ঘোষণা করেছে, তাতে প্রাথমিকভাবে কাউন্সিলরশিপ না পাওয়া ১৫ ক্লাবের কাউন্সিলরদের নামও অন্তর্ভুক্ত করা হয়েছে। আগেই জানা দুদকের ‘অবজারভেশন’ আছে, তাই ১৫ ক্লাবকে কাউন্সিলরশিপ না দিয়ে নতুন করে কাগজপত্র জমা দেওয়ার কথা বলেছিল বিসিবি নির্বাচন কমিশন। সেই মোতাবেক গতকাল বৃহস্পতিবার সেই ১৫ ক্লাবের কর্তারা এসে নির্বাচন কমিশনে কাগজপত্র জমা দিয়ে যান। তাদের পক্ষে খোদ তামিম ইকবালও জোরালো বক্তব্য রেখেছিলেন। শেষ পর্যন্ত আজ বিসিবি নির্বাচন কমিশন থেকে সেই ১৫ ক্লাব কাউন্সিলরশিপ পেয়েছে। তাতে করে বিসিবির সদ্যবিদায়ী কমিটির পরিচালক ও মিডিয়া এবং আম্পায়ার্স কমিটির প্রধান ইফতিখার রহমান মিঠু (ভাইকিংস) এবং বিসিবির সাবেক পরিচালক লোকমান হোসেন ভুঁইয়াও (নাখালপাড়া ক্রিকেটার্স) কাউন্সিলর হয়েছেন।...