সম্প্রতি ধর্ষণসহ নারীর প্রতি সহিংসতার বেশ কয়েকটি ঘটনা ঘটছে, যা উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। এই সহিংসতার ঘটনার প্রতিবাদ জানিয়ে নারী সংগঠনগুলো বিবৃতি দিচ্ছে। করছে সভা-সমাবেশও। যার মধ্যে প্রাচীনতম সংগঠন বাংলাদেশ মহিলা পরিষদও রয়েছে। তাদেরই সভাপতি ডা. ফওজিয়া মোসলেম। ‘আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতিটাও নারীর প্রতি সহিংসতার জন্য দায়ী’ এর সাথে তরুণদের থাকতে হবে বললে কম বলা হবে। আসলে তাদেরকে এই নারী আন্দোলনের ধারাবাহিকতা রক্ষায় সবাইকে ‘ঔন’ করতে হবে সম্প্রতি নারীর প্রতি সহিংসতা- নিয়ে এক আয়োজনে তিনি বলেছেন, লৈঙ্গিক বৈষম্যের ধারণা, চেতনা ও কাঠামো যত দিন সমাজে থাকবে, তত দিন নারীর প্রতি সহিংসতা চলবে। বর্তমানে কিছু আইনের পরিবর্তন নারীর প্রতি সহিংসতাকে আরও প্রশ্রয় দিচ্ছে বলেও মনে করেন তিনি। ১৯৭০ সাল থেকে বাংলাদেশ মহিলা পরিষদের সেই যাত্রালগ্ন থেকে নারী আন্দোলনে কাজ করে যাচ্ছেন ফওজিয়া...