লাদাখকে রাজ্যের মর্যাদা দেওয়ার দাবিতে হওয়া আন্দোলনে উস্কানি দেওয়ার অভিযোগে অধিকারকর্মী সোনাম ওয়াংচুককে গ্রেফতার করেছে ভারতের পুলিশ। সোনাম ওয়াংচুক ব্যাপক জনপ্রিয় সিনেমা থ্রি ইডিয়টসে আমির খানের করা ‘ফুংসুখ ওয়াংড়ু’ চরিত্রের বাস্তব ব্যক্তি। শুক্রবার (২৬ সেপ্টেম্বর) তাকে গ্রেফতার করা হয় বলে জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি। এরআগে সোনাম ওয়াংচুক বলেছিলেন লাদাখের রাজ্যের মর্যাদার জন্য তিনি ‘যে কোনো সময় জেলে যেতে প্রস্তুত’। লাদাখকে সংবিধানের ষষ্ঠ তফসিলের অন্তর্গত করে পূর্ণাঙ্গ স্বশাসনের আওতায় আনা ও পরবর্তী পর্যায়ে রাজ্যের মর্যাদা দেওয়ার দাবিতে গত ১০ সেপ্টেম্বর থেকে ৩৫ দিনের জন্য অনশনে বসেছিলেন ওয়াংচুকসহ ‘লেহ অ্যাপেক্স বডি’র কয়েক জন সদস্য। ঘটনাপ্রবাহ বলছে, তার পরেই সিবিআইয়েএর নিশানা হয়েছিলেন তিনি। বুধবার (২৪ সেপ্টেম্বর) পূর্ণাঙ্গ রাজ্যের মর্যাদা দেওয়ার দাবিতে লাদাখের রাজধানী লেহ শহরে বিক্ষোভে নেমেছিলেন কয়েক হাজার তরুণ-তরুণী। অভিযোগ, বিক্ষোভ চলাকালীনই...