এ ব্যাপারে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শরীফ নেওয়াজ বলেন, বিষয়টি তদন্ত করে প্রতিবেদন দাখিলের জন্যে মঙ্গলকোট ইউনিয়নের সহকারী ভূমি কর্মকর্তাকে নির্দেশ দেয়া হয়েছে। তিনি প্রতিবেদন দিলে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে। সম্পাদক কর্তৃক দি সংবাদ লিমিটেড -এর পক্ষে ৮৭, বিজয়নগর, ঢাকা থেকে মুদ্রিত এবং প্রকাশিত। কার্যালয় : ৩৬, পুরানা পল্টন, ঢাকা-১০০০। কেশবপুর (যশোর) : কেদারপুরে ইটের সোলিং সড়কে মেম্বারের সরকারী খাস জমিতে খনন করা পুকুর -সংবাদ কেশবপুর উপজেলার কেদারপুর গ্রামের মেম্বার কামরুল ইসলামের বিরুদ্ধে সরকারি ৬০ শতক খাস জমি জবর দখলের অভিযোগ পাওয়া গেছে। এছাড়া, ওই মেম্বার সরকারি ইটের সোলিং সড়ক দখলসহ খাস জমিতে পুকুর খনন করে জনগণের চলাচলে বিঘ্নতা সৃষ্টি করছে। যেকারণে সড়কটি বর্তমান ব্যবহারের অনুপযোগি হয়ে পড়েছে। এলাকাবাসী বিষয়টি নিরসনে উপজেলা নির্বাহী অফিসারের কাছে অভিযোগ করলে তিনি অভিযোগটির...