রাজবাড়ীতে জেলা প্রশাসনের আয়োজনে তারুণ্যের উৎসব ২০২৫ উদযাপনের অংশ হিসেবে উৎসবমুখর পরিবেশে সহস্রাধিক প্রতিযোগীর অংশগ্রহণে দৌড় প্রতিযোগিতা “মিনি ম্যারাথন-২০২৫” অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকাল সাড়ে ৬টায় নারী ও পুরুষ বিভাগে আলাদা করে প্রতিযোগিতা শুরু হয়। তরুণ প্রজন্মকে শরীরচর্চায় উৎসাহিত করা এবং তারুণ্যের শক্তি উদযাপনকে কেন্দ্র করে এ প্রতিযোগিতার আয়োজন করা হয়। সদর উপজেলার শ্রীপুরে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভ প্রাঙ্গণ থেকে বেলুন ও ফেস্টুন উড়িয়ে মিনি ম্যারাথনের উদ্বোধন করেন জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট সুলতানা আক্তার। এসময় পুলিশ সুপার মো. কামরুল ইসলামসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন। উৎসবমুখর দূরপাল্লার এই দৌড় প্রতিযোগিতায় বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থীসহ বিভিন্ন বয়সী নারী ও পুরুষ অংশগ্রহণ করেন। প্রতিযোগিতা দেখতে রাস্তার দুইপাশে ভিড় করেন হাজারো দর্শক। মিনি ম্যারাথন শহীদ খুশি রেলওয়ে মাঠে এসে শেষ হয়। পুরুষ বিভাগে...