২৬ সেপ্টেম্বর ২০২৫, ০৮:২৫ পিএম | আপডেট: ২৬ সেপ্টেম্বর ২০২৫, ০৮:২৫ পিএম এশিয়া কাপ ১৭তম আসরে বাংলাদেশের সফলতম বোলার মুস্তাফিজুর রহমান। আসরে সর্বোচ্চ উইকেট শিকার করেছেন বাঁ-হাতি এই পেসার। ৬ ম্যাচের ৬ ইনিংসে ২৩ ওভার বল করে ১৭১ রান দিয়ে ৯ উইকেট শিকার করেছেন মুস্তাফিজ। সুপার ফোরে ভারতের বিপক্ষে ৩৩ রানে ১ উইকেট নিয়ে টি-টোয়েন্টিতে বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ উইকেটের (বর্তমানে ১৫১ উইকেট) মালিকও এখন ফিজ। দ্বিতীয় সর্বোচ্চ ১৪৯ উইকেট সাকিব আল হাসানের। এশিয়া কাপে বাংলাদেশের হয়ে যৌথভাবে দ্বিতীয় সর্বোচ্চ ৮টি করে উইকেট নিয়েছেন স্পিনার রিশাদ হোসেন ও পেসার তাসকিন আহমেদ। ৬ উইকেট শিকার করে তালিকায় তৃতীয় স্থানে আছেন স্পিনার মাহেদি হাসান। সুপার ফোরে বৃহস্পতিবার ভারতের কাছে হেরে আসর শেষ করে বাংলাদেশ। লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি ও পিআর পদ্ধতিতে নির্বাচনের দাবিতে...