উপকূলের জেলেরা যখন ট্রলার নিয়ে সমুদ্রে নামেন, তখন তাদের চোখে থাকে রোজগারের স্বপ্ন। কিন্তু সেই স্বপ্ন ধ্বংস করছে অবৈধ জালের ভয়ঙ্কর বিস্তার। চায়না দুয়ারি, বুচনা ও আটন নামের জালের কারণে প্রতিদিন কোটি কোটি মাছের পোনা ধ্বংস হচ্ছে। কেবল মাছই নয়, ক্ষতিগ্রস্ত হচ্ছে সমুদ্রের ভবিষ্যৎ এবং বাধাগ্রস্ত হচ্ছে দেশের সম্ভাবনাময় অর্থনীতি। এক সময় গ্রামের খাল-বিলে দেখা মিলত শত রকমের দেশীয় মাছ—পুঁটি, টেংরা, চিংড়ি, বাইন, কই, শিং, মাগুর, গজার। এসব ছিল খাদ্য নিরাপত্তা ও পুষ্টির গুরুত্বপূর্ণ উৎস। এখন সেই খাল-বিলে চায়না দুয়ারি, বুচনা ও আটন নামের জালে শেষ হয়ে যাচ্ছে মাছের প্রজাতি। সরেজমিনে দেখা যায়, কলাপাড়া উপজেলার বিভিন্ন ইউনিয়নের খাল-বিল ও ছোট জলাশয়ে স্থানীয়রা অবাধে এসব জাল ব্যবহার করছেন। বর্ষা মৌসুমে মাছের প্রজননের সময় এই জালের ব্যবহার আরও বেড়ে যায়। ফলে দেশীয়...