রাজধানীর খিলগাঁওয়ের খলিল গোস্ত বিতানে আলোচিত সাদিক অ্যাগ্রোর ‘উচ্চ বংশীয়’ ব্রাহমা জাতের গরুর মাংস কেজি দরে বিক্রি করা হয়েছে। শুক্রবার এখানে প্রতি কেজি ১২০০ টাকায় গরুর মাংস বিক্রি করা হয়। মাংস কিনতে আসা এক ক্রেতা বলেন, “সাধারণত কোরবানির সময়ে এই জাতের গরু পাওয়া যায় না। তবে এবার কেজি দরে বিক্রির সুযোগ পেয়েছি।” আরেক ক্রেতা বলেন, “গরু, মহিষ ও খাসির মাংস খাইেছি, কিন্তু ব্রাহমা জাতের মাংস কখনও খাইনি। পরিবারের জন্য স্বাদ নেওয়ার উদ্দেশ্যে নিচ্ছি।”দর্শনার্থীরা জানিয়েছেন, শিংবিহীন এই গরুগুলোর মাথার ওজন প্রায় এক মণ এবং কুঁজের অংশে রয়েছে ২০-২৫ কেজি মাংস। সকাল থেকেই দীর্ঘ লাইন ধরে মানুষ মাংস কেনার অপেক্ষায় ছিলেন। খলিল গোস্ত বিতানের মালিক খলিলুর রহমান জানান, নিলামের মাধ্যমে তিনি পাঁচটি ব্রাহমা গরু সংগ্রহ করেছেন। নিলামে ১১ জন অংশগ্রহণকারী থাকলেও বিভিন্ন...