চার মাস পরে সাকিনা বেগম ভিডিও কলের মাধ্যমে দেখা পান তার ছেলে মেয়েদের। ছবি: বিবিসি ভারত থেকে বাংলাদেশে পুশ-ইন করা আসামের বৃদ্ধা সাকিনা বেগমকে হেফাজতে নিয়ে আদালতে পাঠিয়েছে পুলিশ। তাকে রাখা হয়েছে ঢাকায় আদালতের হাজতখানায়। অবৈধ অনুপ্রবেশের অভিযোগে তার বিরুদ্ধে একটি মামলা করা হয়েছে। এই শিরোনামে বিবিসি বাংলায় খবর প্রকাশ হয় বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর)। সেদিনই দুপুরে মিরপুরের যে বাসায় সাকিনা বেগম আশ্রয় নিয়েছিলেন, সেখান থেকে তাকে হেফাজতে নেয় ভাষানটেক থানা পুলিশ।আরো পড়ুন:বাংলাদেশে পুশ ব্যাক করা ৬ ভারতীয়কে ফেরাতে কলকাতা হাইকোর্টের নির্দেশবাংলাদেশের স্বপ্ন, চ্যালেঞ্জ আর সম্ভাবনার আজ ‘ভারত’ পরীক্ষা বাংলাদেশে পুশ ব্যাক করা ৬ ভারতীয়কে ফেরাতে কলকাতা হাইকোর্টের নির্দেশ বাংলাদেশের স্বপ্ন, চ্যালেঞ্জ আর সম্ভাবনার আজ ‘ভারত’ পরীক্ষা পুলিশ বলছে, বৈধ কাগজপত্র ছাড়াই বাংলাদেশে বসবাস করছিলেন সাকিনা বেগম। প্রকাশিত সংবাদ এবং স্থানীয়দের...