বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ৬ অক্টোবর। এবারের বিসিবি নির্বাচন নিয়ে চলছে নানা নাটকীয়তা। আজ বৃহস্পতিবার প্রকাশিত হয়েছে চূড়ান্ত ভোটার তালিকা। গেল দুদিন ধরে ক্রিকেটাররা সামাজিক যোগাযোগমাধ্যমে নির্বাচন সুষ্ঠু হওয়া নিয়ে দাবি জানিয়ে আসছেন। বিসিবি নির্বাচন নিয়ে আজ গণমাধ্যমের সঙ্গে আলাপকালে ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেন, 'আপনি পৃথিবীর কোথাও দেখবেন না কোনো ক্রিকেটার, বর্তমানে খেলতে থাকা ক্রিকেটার বোর্ড ইলেকশন নিয়ে কথা বলছে। যেটা তার যে কন্ট্রাক্ট, সেখানকার সম্পূর্ণ ভায়োলেশন।' ক্রীড়া উপদেষ্টা আরও যোগ করেন, 'এই যে ক্রিকেটারদেরকে দিয়ে দলাদলি করানো, এটা আমরা ভক্ত হিসেবে দেখেছি দুই বছর আগে, পাঁচ বছর আগে, এখনও এটা হচ্ছে, এটা খুব দুঃখজনক। যারা এগুলো করাচ্ছেন, তাদের আসলে শেইম ফিল করা উচিত যে আপনি একজন ক্রিকেটারকে এনে দলাদলি করাচ্ছেন। মানে এটা...