২৬ সেপ্টেম্বর ২০২৫, ০৮:৩৩ পিএম | আপডেট: ২৬ সেপ্টেম্বর ২০২৫, ০৮:৩৩ পিএম এশিয়া কাপের ১৭তম আসর দিয়ে প্রায় দুই বছর পর টি-টোয়েন্টি দলে ফেরেন সাইফ হাসান। এই টপ অর্ডার ব্যাটাই শেষ পর্যন্ত টুর্নামেন্টে বাংলাদেশের সফলতম ব্যাটার। ভারতের কাছে হেরে সুপার ফোর থেকে আসর শেষ করেছে বাংলাদেশ। গ্রুপ পর্বে তিন ম্যাচ খেলে ২টিতে জয় ও ১টিতে হার এবং সুপার ফোরে তিন ম্যাচে ১টি জয় ও ২টিতে হেরেছে টাইগাররা। আসরে ২টি হাফ-সেঞ্চুরিতে ৪ ইনিংসে ১৭৮ রান করেছেন সাইফ। বাংলাদেশের হয়ে দ্বিতীয় সর্বোচ্চ ১৩৯ রান করেছেন তাওহিদ হৃদয়। ৬ ইনিংসে ১টি হাফ-সেঞ্চুরি করেছেন তিনি। ৪ ইনিংসে ১টি হাফ-সেঞ্চুরিতে বাংলাদেশের হয়ে তৃতীয় সর্বোচ্চ রান করেছেন অধিনায়ক লিটন দাস। ইনজুরির কারণে বাংলাদেশের শেষ দুই ম্যাচে খেলতে পারেননি তিনি। সাইফ-হৃদয় ও লিটন ছাড়া এই এশিয়া কাপে...