২৬ সেপ্টেম্বর ২০২৫, ০৮:০৯ পিএম | আপডেট: ২৬ সেপ্টেম্বর ২০২৫, ০৮:০৯ পিএম মুকুট জয়ের পরদিনই নিজের খেতাব হারালেন থাই সুন্দরী সুফানি নইনোংথং। গত ২০ সেপ্টেম্বর মুকুট জেতার পরদিন মিস গ্রান্ড থাইল্যান্ড প্রতিযোগিতা কমিটি এক বিবৃতিতে সুফানির মুকুট বাতিলের কথা জানায়। বিবৃতিতে বলা হয়, সুফানির কার্যক্রম প্রতিযোগিতার নীতি ও আদর্শের সঙ্গে সাংঘর্ষিক। মুকুট জয়ের পর ভবিষ্যতে মিস গ্রান্ড থাইল্যান্ড প্রতিযোগিতায় প্রাচুয়াপ খিরি খানের প্রতিনিধিত্ব করার কথা ছিল সুফানির। তবে এই অর্জনের ২৪ ঘণ্টার মধ্যেই তার কিছু বিতর্কিত ভিডিও অনলাইনে ভাইরাল হয়। ভিডিওতে তাকে প্রাপ্তবয়স্কদের খেলনা ব্যবহার করতে, ই-সিগারেট টানতে এবং খোলা পোশাকে নাচতে দেখা যায়। তারপর স্যোশাল মিডিয়ায় এক পোস্টে ২৭ বছর বয়সী এই সুন্দরী তার ফেসবুকে একটি পোস্টে বিতর্কিত ভিডিও ও নগ্ন ফটোশুটের কথা স্বীকার করে দুঃখ প্রকাশ করেছেন। তিনি...