বিসিবি নির্বাচন ঘিরে গত কয়েকদিন ধরেই চলছে নাটকীয়তা। এই নাটকীয়তায় অংশ নিয়েছে বাংলাদেশ ক্রিকেট দলের সদস্যরাও। বিসিবিতে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের দাবিতে সামাজিক যোগাযোগমাধ্যম স্ট্যাটাস দিয়েছেন জাতীয় দলের ক্রিকেটারসহ অনেকেই। গত দু’দিন ধরেই ফেসবুকে সুষ্ঠু নির্বাচনের দাবিতে একই ধরণের স্ট্যাটাস দিয়ে আসছেন ক্রিকেটাররা। এই তালিকায় আছেন তাইজুল ইসলাম, এনামুল হক বিজয়, সৌম্য সরকার, নাজমুল হোসেন শান্ত, ইরফান শুক্কুর, মোহাম্মদ মিঠুন, মুমিনুল হক, সাব্বির রহমানরা। তাদের স্ট্যাটাসের শব্দগুলোও ছিল প্রায় একই। নির্বাচন ঘিরে ক্রিকেটারদের এমন আচরণে দুঃখ পেয়েছেন ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। জাতীয় দলের চুক্তিতে ক্রিকেটারদের এমন স্ট্যাটাসকে চুক্তির লঙ্ঘন বলে আখ্যা দিয়েছেন তিনি। আজ (শুক্রবার) গণমাধ্যমের সঙ্গে আলাপকালে আসিফ মাহমুদ বলেন, ‘পৃথিবীর কোথাও দেখবেন না বর্তমানে খেলছেন এমন কোনো ক্রিকেটার বোর্ড ইলেকশন নিয়ে কথা বলছে। যেটা তার চুক্তির...