রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ‘পোষ্য কোটা’ নিয়ে সৃষ্ট সংকট নিরসনে প্রশাসন ‘কার্যকরী সিদ্ধান্ত’ নিতে ব্যর্থ হলে যেকোনো ‘অনাকাঙ্ক্ষিত’ পরিস্থিতির দায়ভার তাদের ওপরই বর্তাবে বলে জানিয়েছেন শিক্ষার্থীরা। শিক্ষক-কর্মকর্তাদের কর্মবিরতিতে ক্যাম্পাস কার্যত অচল হয়ে পড়ার পর বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) উপাচার্যকে দেওয়া এক স্মারকলিপিতে শিক্ষার্থীরা তাদের এই অবস্থান তুলে ধরেন। উপাচার্য অধ্যাপক সালেহ্ হাসান নকীব বরাবর দেওয়া ওই স্মারকলিপিতে বিশ্ববিদ্যালয়ের ৯জন শিক্ষার্থী স্বাক্ষর করেছেন।স্মারকলিপিতে বলা হয়েছে, ‘প্রশাসনকে পোষ্য কোটার বিষয়ে অবিলম্বে কার্যকরী সিদ্ধান্ত গ্রহণ করতে হবে এবং বিদ্যমান সংকট নিরসন করতে হবে। অন্যথায়, যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির সম্পূর্ণ দায়ভার প্রশাসনকেই বহন করতে হবে।’ স্মারকলিপিতে আরও বলা হয়েছে, ‘বর্তমানে প্রাতিষ্ঠানিক সুবিধার নামে পূর্বে মীমাংসীত পোষ্য কোটা পুনরুজ্জীবিত করে, তাকে কেন্দ্র করে শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের পক্ষ থেকে যে সম্পূর্ণ কর্মবিরতি (শাটডাউন) চলছে, তার ফলে বিশ্ববিদ্যালয় কার্যত...