হবিগঞ্জের বানিয়াচং উপজেলায় ধানের চারা তোলা নিয়ে দুই পক্ষের সংঘর্ষ হয়েছে। এতে অন্তত ২০ জন আহত হয়েছেন। খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনী ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আজ শুক্রবার দুপুর ২টার দিকে উপজেলার তারাসই গ্রামে এ ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, ধানের চারা তোলাকে কেন্দ্র করে দিঘিরপাড় গ্রামের শামসুদ্দিন মিয়া ও তারাসই গ্রামের কুদরত আলীর লোকজনের মধ্যে প্রথমে বাগ্বিতণ্ডা হয়। একপর্যায়ে উভয়পক্ষের কয়েক শতাধিক লোক দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে একে অপরের ওপর হামলা চালায়। এতে প্রায় ২০ জন আহত হয়েছেন। আহতদের বানিয়াচং...