চারপাশে বসতিরা সব গারো সম্প্রদায়ের। আনারস কলার মৌ মৌ গন্ধে টালমাটাল। সবুজে বুকেই নিত্য চলাচল। বসতিদের বেশির ভাগই মাটির দেয়াল করা ঘরে বসবাস। কেউ দিন মজুর, কেউ ঢাকায় চাকরি, ব্যবসা, অফিসে কাজ করে। কেউ অটোবাইক চালক। কেউবা আবার বাগান বাগিচায় দিন মজুরির কাজ করে সংসার চালায়। তবে চাকরিজীবী সংখ্যা খুব একটা বেশি নয়। হাতে গোনা কিছু। এমন একটি গ্রামের নাম বেরিবাইদ। এ গ্রামটির নামে হয়েছে তাদের ইউনিয়ন পরিষদ। এটি হচ্ছে টাঙ্গাইলের মধুপুর গড়ের লাল মাটির পিছিয়ে পড়া জনগোষ্ঠীর বসবাসরত একটি সুন্দর গ্রাম। এ গ্রামেই ৩০ গারো কিশোরী নিয়ে করা হয়েছে ফুটবলের দল । প্রতিদিন ওরা মাঠে নামে। দারুন খেলে যাচ্ছে। জেরা ও জেলার বাইরেও যাচ্ছে খেলতে। সুনাম বয়ে আনছে চারদিক থেকে।ওদের চোখে মুখে স্বপ্ন একদিন দেশের মাঠ কাঁপিয়ে বিশ্ব দরবারেও...