জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি এবং প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের বলেছেন, দেশকে ফ্যাসিবাদ ও একনায়কতন্ত্রের সরকার থেকে বাঁচানোর একমাত্র উপায় পিআর পদ্ধতি। পৃথিবীতে এখন ৯১টি দেশে পিআর পদ্ধতিতে নির্বাচন হচ্ছে। এই পদ্ধতির নির্বাচনের মাধ্যমে মনোনয়ন বাণিজ্য বন্ধ হবে। কালো টাকার ছড়াছড়ি ও মাস্তানিও বন্ধ হবে। শুক্রবার (২৬ সেপ্টেম্বর) দুপুরে মৌলভীবাজার শহরের চৌমুহনায় জুলাই সনদের ভিত্তিতে জাতীয় নির্বাচনসহ ৫ দফা দাবিতে জেলা জামায়াতের বিক্ষোভ সমাবেশে তিনি এসব বলেন। এহসানুল মাহবুব জুবায়ের বলেন, পিআর পদ্ধতিতে প্রতিটি ভোটের মূল্যায়ন হবে। যে দল যত ভোট পাবেন সংসদে তত আসন পাবেন। শুধু তাই নয়, এই পদ্ধতির নির্বাচনের মাধ্যমে বাংলাদেশের রাজনীতিতে, সংসদীয় ব্যবস্থায় অসাধারণ ও ঐতিহাসিক পরিবর্তন আসবে। তিনি আরও বলেন, ফ্যাসিবাদ যারা তৈরি করেছে, যারা সহযোগিতা করেছে সেই ১৪ দল ও...