চট্টগ্রাম চেম্বারের আসন্ন নির্বাচনে প্রাথমিক যাছাইয়ে ৩৪ জনের মনোনয়ন বাতিল করা হয়েছে। বৃহস্পতিবার বৈধ প্রার্থীদের তালিকা প্রকাশ করে নির্বাচনী বোর্ড। এরমধ্যে অর্ডিনারি সদস্য গ্রুপে ২৩ জন, অ্যাসোসিয়েট সদস্য গ্রুপে ৮ জন এবং টাউন অ্যাসোসিয়েশন গ্রুপের ৩ প্রার্থীর মনোনয়নপত্র বাতিল হয়েছে। মনোনয়নপত্র বাতিল করা হওয়া প্রার্থীরা আপিল করতে কিংবা ঘাটতি থাকা কাগজপত্র জমা দেওয়ার সুযোগ পাবেন বলেও নির্বাচনী বোর্ড সূত্র জানিয়েছে। চট্টগ্রাম চেম্বার নির্বাচন পরিচালনা বোর্ড সূত্র জানিয়েছে, কাগজপত্রের ঘাটতির কারণে কিছু প্রার্থীর মনোনয়ন বৈধ হয়নি। তারা প্রয়োজনীয় কাগজপত্র জমা দেওয়ার কিংবা আপিল করার সুযোগ পাবেন। চারটি গ্রুপে ৭১ প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছিলেন। নির্বাচনের প্রার্থীদের মধ্যে অর্ডিনারি সদস্য গ্রুপে বৈধ প্রার্থী ২৫ জন। তারা হলেন– এএসএম ইসমাইল খান, শহীদুল আলম, মো. গোলাম সরওয়ার, মোহাম্মদ শওকত আলী, মোহাম্মদ জামাল উদ্দিন, মোহাম্মদ শহীদুল...