এশিয়া কাপের সুপার ফোরে ২১ সেপ্টেম্বর দুবাইয়ে অনুষ্ঠিত ভারত-পাকিস্তান ম্যাচে আচরণবিধি ভঙ্গের অভিযোগে অভিযুক্ত পাকিস্তানের দুই ক্রিকেটার হারিস রউফ ও সাহিবজাদা ফারহানকে তিরস্কার করেছে আইসিসি। শুনানিতে দুজনকেই খেলোয়াড় আচরণবিধির লেভেল-১ ভাঙার দায়ে দোষী সাব্যস্ত করা হয়। ‘ক্রিকবাজ’ জানিয়েছে, পেসার রউফ ম্যাচ চলাকালে ‘বিমান ভূপাতিত করার’ অঙ্গভঙ্গি করার কারণে ম্যাচ ফি থেকে জরিমানা গুনতে হয়েছে। তাকে ‘খেলার মানহানি’ ঘটানোর জন্যও কড়া তিরস্কার করা হয়েছে। তবে জরিমানার সঠিক অঙ্ক প্রকাশ করা হয়নি। অন্যদিকে, পাকিস্তানের ওপেনার সাহিবজাদা ফারহানও একই অপরাধে দোষী সাব্যস্ত হয়েছেন। অর্ধশতক পূর্ণ করার পর তিনি ব্যাটকে বন্দুকের মতো চালিয়ে উদযাপন করেছিলেন। আইসিসি কর্মকর্তারা সেটিকে ‘রাজনৈতিক প্রতীকী বার্তা’ হিসেবে দেখছেন। তাই ফারহানকে আনুষ্ঠানিকভাবে তিরস্কার করা হয়েছে। ওই ম্যাচে ফারহান ৪৫ বলে ৫৮ রান করেছিলেন, তবে পাকিস্তান হেরেছিল ৬ উইকেটে। এই অভিযোগগুলো...