ক্যানসার— একটি ভয়ংকর রোগ, যা বিশ্বজুড়ে লাখো মানুষের মৃত্যুর কারণ। কিন্তু জানেন কি? পুরুষদের ক্যানসারে আক্রান্ত হওয়ার ও মৃত্যুর ঝুঁকি নারীদের তুলনায় অনেক বেশি।ভারতের খ্যাতনামা অনকোলজিস্ট ডা. হরিশ বর্মা সম্প্রতি এই বিষয়ে গুরুত্বপূর্ণ কিছু তথ্য জানিয়েছেন। চলুন জেনে নিই কেন পুরুষরা বেশি ঝুঁকিতে এবং কীভাবে আপনি নিজেকে বা প্রিয়জনকে রক্ষা করতে পারেন।আরও পড়ুন :শরীরে বাজে গন্ধ? মুক্তি মিলবে সহজ কিছু অভ্যাসেইআরও পড়ুন :চাপের সময় কেন একা থাকতে মন চায় জানালেন মনোবিদসপ্তাহে মাত্র একদিন ‘চিট মিল’! জানুন স্বাস্থ্য ঝুঁকি কতটাকেন পুরুষরা বেশি ঝুঁকিতে?চিকিৎসকের কাছে না যাওয়াপুরুষরা সাধারণত চিকিৎসকের কাছে যান না, যতক্ষণ না সমস্যাটা খুবই গুরুতর হয়ে যায়। জরিপে দেখা গেছে, ৪৪ শতাংশ পুরুষ শুধু ‘একেবারেই দরকার হলে’ ডাক্তার দেখান।প্রাথমিক লক্ষণ উপেক্ষা করাযেমন :- হঠাৎ ওজন কমে যাওয়া- শরীরে গুটি বা...