জার্মান তরুণরা ক্রমশ উগ্র ডানপন্থি দল এএফডির দিকে ঝুঁকছে৷ সাম্প্রতিক নির্বাচনগুলোতে দেখা গেছে তরুণদের একটা বড় অংশ ভোট দিয়েছে অভিবাসন ও মুসলমানবিরোধী হিসেবে পরিচিত দলটিকে৷ কেন এই পরিস্থিতি? জার্মানির জাতীয় নির্বাচনে এখন অবধি ভোটার হওয়ার বয়স ১৮ বছর৷ তবে এটা কমিয়ে ১৬ করা যায় কিনা তা নিয়ে নানারকম বিচারবিশ্লেষণ, গবেষণা আর বিতর্কের কথা মাঝেমাঝেই শোনা যায়৷ ইতোমধ্যে ইউরোপীয় সংসদ নির্বাচনে ১৬ বছর বয়সি জার্মানিদেরকেও ভোট দেয়ার সুযোগ দেয়া হয়েছে৷ ভবিষ্যতেজাতীয় নির্বাচনেওহয়ত তাদেরকে অন্তর্ভূক্ত করা হতে পারে৷ নবীন-প্রবীণ সবাইকেই ভোট দিতে উৎসাহিত করে জার্মানির মূলধারার রাজনৈতিক দলগুলো৷ তাদের মতামতকে গুরুত্ব দিতে, তাদের প্রতিনিধিত্ব নিশ্চিত করতে তরুণ রাজনীতিবিদদেরও সংসদ সদস্য করা হচ্ছে৷ তবে সাম্প্রতিক নির্বাচনগুলোতে একটি বিষয় ক্রমশ স্পষ্ট হয়ে উঠেছে৷ সেটা হচ্ছে,তরুণ এই ভোটারদেরএকটি বড় অংশ ভোট দিচ্ছে ২০১৩ সালে গঠিত...