বিশেষ প্রতিবেদন: শেয়ারবাজারে সাম্প্রতিক কারসাজির ইতিহাসে জিকিউ বলপেন যেন এক জীবন্ত উদাহরণ। যে কোম্পানি টানা কয়েক অর্থবছর ধরে লোকসানের গহ্বরে ডুবে আছে এবং কোনো শক্তিশালী আর্থিক ভিত্তি দেখাতে চরমভাবে ব্যর্থ, সেই প্রতিষ্ঠানের শেয়ারের দাম আকাশ ছুঁয়েছে অবিশ্বাস্য গতিতে। বাজারের দর চিত্র দেখলে মনে হতে পারে, এই কোম্পানি বুঝি প্রতি মুহূর্তে পাহাড়সম মুনাফা করছে—অথচ বাস্তবে, প্রতিষ্ঠানটি এখনো লোকসানের বৃত্ত থেকে বেরিয়ে আসার পথ খুঁজে পায়নি। এই অস্বাভাবিক উত্থানই প্রশ্ন তুলেছে শেয়ারবাজারের শৃঙ্খলা নিয়ে। সর্বশেষ ৫৭২ টাকা ৪০ পয়সায় লেনদেন হওয়া এই কোম্পানির শেয়ার মাত্র এক সপ্তাহের ব্যবধানে প্রায় ১৮ শতাংশ বৃদ্ধি পেয়েছে। এরফলে ডিএসইতে সাপ্তাহিক দর বৃদ্ধির তালিকায় জিকিউ বলপেন শীর্ষে। তবে কোম্পানির প্রকৃত আর্থিক প্রতিবেদন দেখলে এই আকাশচুম্বী দর বৃদ্ধির কোনো যৌক্তিকতা খুঁজে পাওয়া যায় না, যা কেবল লোকসানের গভীরতাকেই...