সংশ্লিষ্টরা জানান, বর্তমানে রাজশাহী থেকে ঢাকাগামী প্রতিটি ট্রিপে চালক পান ১ হাজার ২৫০ টাকা, সুপারভাইজার ৫০০ টাকা এবং চালকের সহকারী ৪০০ টাকা। শ্রমিকদের দাবিগুলো হলো, একটি আপ-ডাউন ট্রিপে চালকের বেতন ২০০০ টাকা করতে হবে, সুপারভাইজারের বেতন ১১০০ টাকা এবং হেলপারের বেতন ১০০০ টাকা নির্ধারণ করতে হবে, খাবারের জন্য জনপ্রতি ১০০ টাকা ও হোটেল ভাড়া বাবদ ২০০ টাকা দিতে হবে, প্রতিবছর বোনাসেরও দাবি তাদের। তবে সম্প্রতি বেতন বাড়ানোর দাবিতে আন্দোলন শুরু করলে কয়েক দফায় বাস চলাচল বন্ধ হয়ে যায়। সংকট নিরসনে গত ২৩ সেপ্টেম্বর ঢাকায় শ্রমিক ও মালিকপক্ষের যৌথ সভায় সিদ্ধান্ত হয় রাজশাহী থেকে ঢাকাগামী প্রতিটি ট্রিপে চালককে ১ হাজার ৭৫০ টাকা, সুপারভাইজারকে ৭৫০ টাকা এবং সহকারীকে ৭০০ টাকা প্রদান করা হবে। এ সিদ্ধান্ত শুক্রবার (২৬ সেপ্টেম্বর) থেকে কার্যকর হওয়ার কথা...