সামনের গুরুত্বপূর্ণ দুই ম্যাচের আগে বার্সেলোনার জন্য সুখবর। চোট কাটিয়ে উঠেছেন দলের গুরুত্বপূর্ণ সদস্য লামিনে ইয়ামাল। চলতি মাসের আন্তর্জাতিক বিরতির পর থেকে বার্সেলোনার হয়ে মাঠে নামতে পারেননি ইয়ামাল। এই সময়ে তিনি খেলতে পারেননি ভালেন্সিয়া, নিউক্যাসল ইউনাইটেড, গেতাফে ও রেয়াল ওবিয়েদোর বিপক্ষে ম্যাচে। লা লিগায় আগামী রোববার রেয়াল সোসিয়েদাদ ও চ্যাম্পিয়ন্স লিগে বুধবার পিএসজির মুখোমুখি হবে বার্সেলোনা। তার আগে শুক্রবার সামাজিক মাধ্যমে ক্যারিয়ারের সেরা মুহূর্তগুলোর একটি ভিডিও পোস্ট করে ১৮ বছর বয়সী ইয়ামাল ছোট্ট করে লিখেছেন, ‘আমি ফিরে এসেছি।’ চোটে পড়ার আগে মৌসুমের শুরুটা বেশ ভালো করেন ইয়ামাল। লা লিগায় প্রথম তিন ম্যাচে গোল ও অ্যাসিস্ট করেন দুটি করে। এরপর বিশ্বকাপ বাছাইয়ে সতীর্থদের তিনটি গোলে সহায়তা করেন বুলগেরিয়া ও তুরস্কের বিপক্ষে। তবে ওই দুই ম্যাচে তাকে ৭৯ ও ৭৩ মিনিট খেলানোর...