ব্যাটিং-বোলিং মিলিয়ে ঘরোয়া ক্রিকেটে বরাবরই কার্যকর অলরাউন্ডার মোসাদ্দেক হোসেন। তবে একটি জায়গায় ঘাটতি ছিল তার দিনের পর দিন, ম্যাচের পর ম্যাচ। টি-টোয়েন্টিতে ফিফটির দেখা পাচ্ছিলেন না লম্বা সময় ধরে। অবশেষে চার বছরের বেশি সময়ের সেই খরা ঘোচালেন তিনি। নিজের সেরা সময়ে ফিরে গিয়ে উপহার দিলেন বিধ্বংসী এক ইনিংস। মোসাদ্দেকের দুর্দান্ত ব্যাটিংয়ে জাতীয় লিগ টি-টোয়েন্টিতে বর্তমান চ্যাম্পিয়ন রংপুর বিভাগকে উড়িয়ে দেয় ঢাকা বিভাগ। স্থগিত হয়ে যাওয়া জাতীয় লিগ পুনরায় শুরুর পর প্রথম দিনের দ্বিতীয় ম্যাচে সিলেটে ৭১ রানে জেতে ঢাকা বিভাগ। পাঁচটি চার ও চারটি ছক্কায় ৩২ বলে ৬৪ রানের অপরাজিত ইনিংস খেলেন মোসাদ্দেক। বিশ ওভারের ক্রিকেটে তার সবশেষ ফিফটি ছিল ২০২১ সালের জুনে ঢাকা প্রিমিয়ার লিগ টি-টোয়েন্টির ম্যাচে আবাহনীর হয়ে ২৮ বলে অপরাজিত ৫০ করেছিলেন তিনি। ৬০ ইনিংস পর আবার...