ভারতে লাদাখকে রাজ্যের মর্যাদা দেওয়ার দাবিতে বিক্ষোভ-আন্দোলনের অন্যতম মুখ পরিবেশকর্মী সোনম ওয়াংচুককে গ্রেপ্তার করেছে পুলিশ। তার বিরুদ্ধে জাতীয় নিরাপত্তা আইনে (এনএসএ) মামলা দায়ের হয়েছে। বলে কেন্দ্রশাসিত অঞ্চলের প্রশাসন একথা জানিয়েছে। উসকানিমূলক বক্তব্য দিয়ে জনতাকে সহিংসতায় প্ররোচিত করার অভিযোগে তার বিরুদ্ধে এই মামলা করা হয়। লাদাখের পুলিশ শুক্রবার স্থানীয় সময় আড়াইটায় ওয়াংচুককে তার লেহর বাড়ি থেকে গ্রেপ্তার করে। এর একদিন আগে ওয়াংচুক বলেছিলেন, এই আন্দোলনের জন্য তাকে যদি গ্রেপ্তার করা হয়, তাতেও তিনি খুশি হবেন। ভারতীয় পত্রিকা এনডিটিভি জানায়, এর আগে ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রণালয় ওয়াংচুকের অলাভজনক সংগঠন ‘স্টুডেন্টস এডুকেশনাল অ্যান্ড কালচারাল মুভমেন্ট অব লাদাখ’(এসইসিএমওএল)-এর বৈদেশিক অনুদান নেওয়ার লাইসেন্স বাতিল করে। ২০১০ সালের বৈদেশিক অনুদান সংক্রান্ত আইন (এফসিআরএ) এর আওতায় এই লাইসেন্স বাতিল করা হয়। নিয়ম ভেঙে বিদেশি অনুদান নেওয়ার অভিযোগে চলতি...