গলফ খেলা নিয়ে খুব বেশি চর্চা হয় না বাংলাদেশে। এই খেলাতেই ভারতে বাংলাদেশের পতাকা ওড়ালেন গলফার জামাল হোসেন। ভারতে অনুষ্ঠিত তেলেঙ্গানা গোলোকোন্ডা মাস্টার্স ২০২৫ এ চ্যাম্পিয়ন হয়েছে তিনি। আজ শুক্রবার (২৬ সেপ্টেম্বর) চতুর্থ ও শেষ রাউন্ডের খেলা ছিল। কিন্তু বেরসিক বৃষ্টির কারণে এই রাউন্ড ভেস্তে যায়। ফলে ৫৪ হোল শেষে মোট স্কোরের ভিত্তিতেই টুর্নামেন্টের ফলাফল ঘোষণা করা হয়। আগের তিন রাউন্ডে দুর্দান্ত পারফরম্যান্স করায় চ্যাম্পিয়নের মুকুট ওঠে জামালের হাতে। প্রথম তিন রাউন্ড শেষে চার শটের লিড নিয়ে ২৩-আন্ডার ১৮৭ স্কোর করে শীর্ষে ছিলেন লাল-সবুজের প্রতিনিধি জামাল হোসেন। সেটি তাকে শিরোপা এনে দিয়েছে। গত বছরের নভম্বেরের পরে প্রথম শিরোপা জিতলেন তিনি। বাংলাদেশি এই গলফারের ষষ্ঠ শিরোপা এটি। শিরোপা জয়ের সঙ্গে সঙ্গে র্যাঙ্কিংয়েও উন্নতি হয়েছে। পিজিটিআই অর্ডার অব মেরিটে সেরা দশে উঠে...