হিমালয় অধ্যুষিত ভারতের লাদাখ অঞ্চলকে পৃথক রাজ্য হিসেবে ঘোষণার দাবিতে গত বুধবার অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশে পুলিশের গুলিতে কমপক্ষে পাঁচজন নিহত হয়। সংঘাতপূর্ণ এই ঘটনায় জড়িত থাকার অভিযোগে আন্দোলনকারীদের সংগঠিত করার ক্ষেত্রে অন্যতম ভূমিকা পালনকারী ব্যক্তিত্ব সোনম ওয়াংচুককে আজ শুক্রবার (২৬ সেপ্টেম্বর) আটক করা হয়েছে বলে জানিয়েছেন সেখানকার একজন আইনজীবী। খবর এএফপির। চীন ও পাকিস্তানের সীমান্তের সুউচ্চ পাহাড়ি এলাকার অনেক কম জনসংখ্যার লাদাখ অঞ্চলের জন্য আরও বেশি রাজনৈতিক স্বায়ত্বশাসনের দাবিতে তরুণ প্রজন্মের বিক্ষোভ ও প্রতিবাদ প্রকাশের এই ঘটনায় ‘উসকানিমূলক বক্তব্য’ দেওয়ার জন্য নয়াদিল্লি সোনম ওয়াংচুককে দায়ী করে আসছিল। লাদাখের ক্ষুদ্র নৃগোষ্ঠী, তাদের ভূমি ও বিপর্যস্ত পরিবেশ রক্ষায় সাংবিধানিকভাবে ব্যবস্থা নেওয়ার পাশাপাশি পূর্ণ রাজ্য হিসেবে লাদাখকে মর্যাদা দেওয়ার দাবিতে অনশন চালিয়ে যাচ্ছিলেন সোনম ওয়াংচুক। প্রতিবাদ বিক্ষোভের আয়োজক সংগঠনটির সঙ্গে সংশ্লিষ্ট একজন আইনজীবী...