বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস আজ শুক্রবার জাতিসংঘ সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনে ভাষণ দেবেন। বাংলাদেশ সময় রাত ১১ থেকে ১২টার মধ্যে হতে পারে বলে ধারণা করা হচ্ছে।সূচি অনুযায়ী, নিউইয়র্কের স্থানীয় সময় সকাল ৯টায় অধিবেশন শুরু হবে। প্রধান উপদেষ্টা দিনের ১০ম বক্তা হিসেবে ভাষণ দেবেন।তিনি গত ১৪ মাসে অন্তর্বর্তী সরকারের সংস্কার কার্যক্রম এবং দেশের অর্থনৈতিক পুনরুদ্ধারের অগ্রগতি সম্পর্কে বিশ্ব সম্প্রদায়কে জানাবেন।প্রধান উপদেষ্টা তাঁর ভাষণে বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণ ও ভবিষ্যৎ নিয়ে একটি স্পষ্ট বার্তা দেবেন। তার ভাষণে মূলত ২০২৬ সালের ফেব্রুয়ারিতে অবাধ ও সুষ্ঠু নির্বাচন, জুলাই গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা পূরণ, জুলাই হত্যাকাণ্ডের বিচার এবং রোহিঙ্গা সংকট সমাধানের কৌশলগুলো বেশি গুরুত্ব পাবে। একই সঙ্গে তিনি দেশে অর্থনৈতিক স্থিতিশীলতা ও সামাজিক সংস্কারের ওপর জোর দিবেন। এই ঐতিহাসিক ভাষণ এমন এক সময়ে অনুষ্ঠিত...