এশিয়া কাপের সুপার ফোরে ভারত-পাকিস্তান ম্যাচ মাঠে যেমন উত্তেজনা ছড়িয়েছিল, তার রেশ ছড়িয়েছে মাঠের বাইরেও। ম্যাচ চলাকালীন পাকিস্তানের দুই ক্রিকেটার হারিস রউফ ও সাহিবজাদা ফারহানের উদযাপন নিয়ে শুরু হয় তুমুল বিতর্ক। বিষয়টি এতদূর গড়ায় যে আইসিসির শুনানিতে হাজির হতে হয় তাঁদের। ম্যাচে ভারতীয় সমর্থকরা বারবার "কোহলি, কোহলি" স্লোগান তুলছিলেন। মেলবোর্নে ২০২২ বিশ্বকাপে বিরাট কোহলির অবিস্মরণীয় ইনিংসের স্মৃতি টেনে আনা সেই স্লোগানের জবাবে রউফ করেন বিতর্কিত অঙ্গভঙ্গি। অনেকেই মনে করেন, সেটি ভারতের সামরিক অভিযানের ইঙ্গিতবাহী। তবে দুবাইয়ে আইসিসির শুনানিতে রউফ দাবি করেন, তার "৬-০" ভঙ্গির কোনো মানেই নেই এবং এটি একেবারেই ভারতের উদ্দেশ্যে ছিল না। তিনি উল্টো প্রশ্নও ছুড়ে দেন—“আপনারা কীভাবে এই অঙ্গভঙ্গিকে ভারতের সঙ্গে যুক্ত করছেন?” অন্যদিকে, সাহিবজাদা ফারহান ভারতের বিপক্ষে ফিফটি করার পর ‘গানশট’ উদযাপন করেন। বিসিসিআই অভিযোগ জানায়,...