এশিয়া কাপের অঘোষিত সেমিফাইনালে পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশ দলের হারে হতাশ ওয়াসিম আকরাম। পাকিস্তানের এই কিংবদন্তি বাংলাদেশ কেন হারল তার কারণ খুঁজে পাচ্ছেন না। বৃহস্পতিবার দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে গুরুত্বপূর্ণ ম্যাচে পাকিস্তানকে ১৩৫ রানে থামিয়ে জয়ের বন্দরে পৌঁছাতে পারেনি বাংলাদেশ। টাইগারদের ব্যাটিং ব্যর্থতার কারণে ১৩৬ রানের সহজ লক্ষ্যও তাড়া করা সম্ভব হয়নি। বাংলাদেশকে ১১ রানে হারিয়ে ফাইনালে উঠে যায় পাকিস্তান। ম্যাচ শেষে গণমাধ্যমে ওয়াসিম আকরাম বলেছেন, ‘ব্যাটিংটাই বাংলাদেশকে ভুগিয়েছে। বাজে শট খেলেছে তারা। পাশাপাশি অধিনায়ক লিটন দাসকে বাংলাদেশ খুব মিস করেছে। দারুণ ফর্মে ছিল সে। লিটন যে চোট পেয়েছে, সেটা দুর্ভাগ্যজনক। এখানেই হেরে গেছে বাংলাদেশ।’ খেলা শেষে বাংলাদেশ দলের প্রধান কোচ ফিল সিমন্সও বলেন, ‘আমরা এখনও এমন দল হয়ে উঠতে পারিনি যেখানে অধিনায়ককে হারিয়ে সেই জায়গা পূরণ করা সম্ভব। লিটনের মতো...