জুলাই সনদকে আইনি ভিত্তি দেওয়ার দাবিতে টাঙ্গাইল জামায়াতে ইসলামী বিক্ষোভ মিছিল করেছে। জুলাই সনদকে আইনি ভিত্তি দেওয়া, সংখ্যানুপাতিক প্রতিনিধিত্ব (পিআর) পদ্ধতিতে ত্রয়োদশ সংসদ নির্বাচন অনুষ্ঠানসহ পাঁচ দফা বাস্তবায়নের দাবিতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে টাঙ্গাইল জেলা শাখা। শুক্রবার (২৬ সেপ্টেম্বর) বিকেলে টাঙ্গাইল শহীদ মিনারে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন জেলা আমীর আহসান হাবীব মাসুদ। জেলা আমীর আহসান হাবীব মাসুদ বলেন, ‘‘জুলাই বিপ্লবের মাধ্যমে আমরা আধিপত্যবাদমুক্ত নতুন বাংলাদেশ পেয়েছি। পেয়েছি রাজনৈতিক অধিকার ও মতপ্রকাশের স্বাধীনতা। জুলাইকে যদি আইনি ভিত্তি না দেওয়া হয়, তাহলে বিপ্লবীদের সন্ত্রাসী আখ্যা দিয়ে বিচারের কাঠগড়ায় দাঁড় করানো হবে এবং ফ্যাসিবাদী বন্দোবস্ত পুনরায় ফিরে আসার অনুকূল পরিবেশ তৈরি হবে।’’ তিনি আরো বলেন, ‘‘জুলাই আন্দোলনে ছাত্র-জনতার যে প্রত্যাশা...