ছেলেদের সাফ অনূর্ধ্ব-১৭ চ্যাম্পিয়নশিপের আসর বসেছে শ্রীলঙ্কায়। এ আসরের সেমিফাইনালে পাকিস্তানকে হারিয়ে ফাইনালে উঠেছে বাংলাদেশ। আসরের শিরোপা জেতার আশা করছে কোচ গোলাম রাব্বানি ছোটনের শিষ্যরা। শনিবার সন্ধ্যা সাড়ে ছয়টায় ভারতের বিপক্ষে ফাইনাল ম্যাচটি অনুষ্ঠিত হবে। ফাইনালের আগে অনূর্ধ্ব-১৭ দলের অধিনায়ক নাজমুল হুদা ফয়সাল ভিডিওবার্তায় বলেন, ‘গ্রুপপর্বের দুইটা ম্যাচ এবং সেমিফাইনালে ভালো খেলে আমরা ফাইনালে উঠেছি। সমর্থকদের কাছে আমার একটাই চাওয়া, আপনারা যেভাবে আমাদের সমর্থন করে যাচ্ছেন সেভাবে সমর্থন দিয়ে যাবেন। যেহেতু আমরা এখন ফাইনালে, আপনাদের থেকে আমরা এখন আরও বেশি সমর্থন ও দোয়া চাই। আপনাদের প্রত্যাশা পূরণে মাঠে নামব। ভারত বরাবরের মতই শক্তিশালী দল হলেও দেশের মানুষের প্রত্যাশা পূরণে আমরা মাঠে নামব।’ ফাইনাল নিয়ে কোচ গোলাম রাব্বানি ছোটন জানান, ‘আমাদের ছেলেরা ভারতের বিপক্ষে ফাইনাল খেলার জন্য প্রস্তুত আছে। ভারত চ্যালেঞ্জিং...