এই যে নির্বাচনের জন্য প্রস্তুতি, সেখানে তরুণ বা নতুন ভোটারদের কথা বিবেচনায় রাখা হয়েছে কতটুকু? শফিক রেহমানের কাছে বাংলাদেশের মিডিয়া অনেকভাবে কৃতজ্ঞ থাকবে। তিনি নতুন অনেক কিছু চালু করেছেন, মিডিয়া কীভাবে রাজনীতিতে প্রভাব বিস্তার করতে পারে, সেটাও সম্ভবত তিনিই প্রথম দেখিয়েছিলেন। একটা ঘটনা বলি। ২০০১ সালের জাতীয় নির্বাচনের সময় সাপ্তাহিক যায়যায়দিনে একটা প্রচ্ছদ প্রতিবেদন হয়েছিল তরুণ ভোটারদের নিয়ে। শফিক রেহমানের এই সাময়িকীটি তখন সরাসরিই বিএনপির পক্ষ নিয়েছিল। যায়যায়দিন সে সময় তরুণদের কাছে দারুণ জনপ্রিয়, অনেকটা নেশার মতো। আমার স্পষ্ট মনে আছে, একেবারে নির্বাচনের দিনেই ম্যাগাজিনটি বাজারে এসেছিল, আর সেই সংখ্যার প্রচ্ছদ প্রতিবেদনে ‘এক কোটি নতুন ভোটার'-এর কাছে সরাসরিই আহ্বান জানানো হয়েছিল বিএনপিকে ভোট দেওয়ার জন্য। নির্বাচনের দিন সকালে ম্যাগাজিনটি হাতে নিয়ে আমার মনে দুটি প্রশ্ন জেগেছিল। প্রথমত, একটা মিডিয়া এভাবে...