বাংলাদেশের তৈরি পোশাক খাত টেকসই উন্নয়নের দিক থেকে অনেক এগিয়েছে বলে মন্তব্য করেছেন ঢাকায় নিযুক্ত সুইস রাষ্ট্রদূত রেটো রেনগলি। তিনি বলেন, ‘দেশের পোশাক শিল্প কর্মপরিবেশ উন্নয়ন, শ্রমিকদের স্বাস্থ্য সুরক্ষা এবং আন্তর্জাতিক কমপ্লায়েন্স মানদণ্ডে প্রশংসনীয় অগ্রগতি অর্জন করেছে। এসব সাফল্য আরও দীর্ঘমেয়াদে ধরে রাখতে হবে।’ গতকাল বৃহস্পতিবার সাভারের বাইপাইল এলাকায় টিম গ্রুপের অধীনে পরিচালিত ‘ফোরএ ইয়ার্ন ডাইয়িং লিমিটেড’ কারখানা পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন। সুইস রাষ্ট্রদূত কারখানার বিভিন্ন উৎপাদন ইউনিট ঘুরে দেখার পাশাপাশি শ্রমিকদের সঙ্গে কথা বলেন। তাদের কল্যাণ সুবিধা ও কর্মক্ষেত্রের পরিবেশ সম্পর্কে খোঁজ নেন। সাংবাদিকদের কাছে নিজের অভিজ্ঞতা তুলে ধরে রাষ্ট্রদূত জানান, ‘কারখানার আধুনিক অবকাঠামো ও স্বাস্থ্যসম্মত পরিবেশ আমাকে মুগ্ধ করেছে। বাংলাদেশের পোশাক খাতের টেকসই রূপান্তরের অন্যতম দৃষ্টান্ত এ কারখানা।’ পরিদর্শনের আগে ফোরএ ইয়ার্ন ডাইয়িং...