খুলনা:আগামী নির্বাচনে খুনী, চাঁদাবাজ ও মাস্তানদের সঙ্গে তরুণ ভোটারদের লড়াই হবে। সুতরাং যারা ফ্যাসিবাদকে বিদায় দিয়েছে সেই তরুণ প্রজন্মই আগামীতেও দেশ পরিচালনায় সঠিক নেতৃত্ব বেছে নেবে। শুক্রবার (২৬ সেপ্টেম্বর) সকালে খুলনা জেলার ডুমুরিয়া উপজেলা জামায়াতে ইসলামীর উদ্যোগে ডুমুরিয়া স্বাধীনতা চত্বরে এবং বিকেলে ফুলতলা উপজেলা জামায়াতের উদ্যোগে ফুলতলা স্বাধীনতা চত্বরে পৃথক দু’টি ছাত্র-যুব সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার এ কথা বলেন। তিনি আরও বলেন, মানব রচিত আইন নয়, দুর্নীতি, চুরি, ধর্ষণ, খুন বন্ধে প্রয়োজন আল-কুরআনের শাসন। তাই আগামী নির্বাচনে ইসলামের পক্ষের শক্তিকে বিজয়ী করে তিনি একটি কল্যানমুখী রাষ্ট্রে পরিণত করতে ‘রুণ প্রজন্মের প্রথম ভোট, দাড়িপাল্লার পক্ষে হোক’ এ শ্লোগান নিয়ে সামনে এগিয়ে আসার আহবান জানান। অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেন,...