সনাতন ধর্মাবলম্বীদের প্রধান উৎসব দুর্গাপূজা উপলক্ষে টানা ছুটিতে বেনাপোল স্থলবন্দর দিয়ে ভারত ভ্রমণে পাসপোর্টধারী যাত্রীর সংখ্যা উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পেয়েছে। গত চার দিনে এই বন্দর দিয়ে প্রায় ৭ হাজার ৩০৩ জন যাত্রী ভারত ও বাংলাদেশে যাতায়াত করেছেন। বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইলিয়াস হোসেন মুন্সী জানান, গত চার দিনে সাড়ে চার হাজারেরও বেশি বাংলাদেশি যাত্রী ভারতে গেছেন। গত সোমবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত মোট ৭ হাজার ৩০৩ জন যাত্রী পারাপার হয়েছে। এই সংখ্যা গত দশ দিন আগের পারাপারের সংখ্যার চেয়ে প্রায় দ্বিগুণ। ভারতগামী যাত্রীদের মধ্যে রয়েছেন খুলনা, বাগেরহাট, নড়াইল এবং ঢাকা থেকে আসা অনেকে। খুলনার গণেশ মন্ডল জানান, তিনি চাকরির কারণে পরিবারকে সময় দিতে পারেন না। তাই এবার পূজার লম্বা ছুটিতে কলকাতায় বেড়াতে যাচ্ছেন এবং আত্মীয়-স্বজনের সঙ্গে দেখা করবেন।...