পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ গতকাল বৃহস্পতিবার যখন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে হোয়াইট হাউসে সাক্ষাৎ করতে যাচ্ছিলেন, তখন তিনি এমন এক প্রতিশ্রুতি সঙ্গে নিয়ে গিয়েছিলেন, যা আগে কোনো পাকিস্তানি প্রধানমন্ত্রী দেননি। অনেক বছর ধরে যুক্তরাষ্ট্রের কাছে পাকিস্তানের কৌশলগত গুরুত্ব মূলত নিরাপত্তা সহযোগী হিসেবে। প্রথমে আফগানিস্তানে সোভিয়েত দখলদারত্বের সময় এবং পরে তথাকথিত ‘সন্ত্রাসবিরোধী লড়াই’ চলাকালে। তবে সময়ের সঙ্গে সঙ্গে সেই সম্পর্ক দুর্বল হয়ে গেছে। বিশেষ করে ট্রাম্প নিজে ও মার্কিন নীতিনির্ধারকেরা পাকিস্তানকে ‘বিশ্বাস করা যায় না’ এমন দেশ বলে আখ্যা দেওয়ার পর সম্পর্ক অনেকটা শীতল হয়ে পড়েছিল। কারণ, যুক্তরাষ্ট্র আল–কায়েদা নেতা ওসামা বিন লাদেনকে পাকিস্তানের অ্যাবোটাবাদে খুঁজে পেয়েছিল, যা দুই দেশের সম্পর্কে অস্বস্তি তৈরি করেছিল। তবে চলতি মাসের শুরুতে ইসলামাবাদে প্রধানমন্ত্রীর বাসভবনে উচ্চপর্যায়ের এক চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান যুক্তরাষ্ট্রের প্রতি পাকিস্তানের নতুন...