চট্টগ্রামে সবজির বাজারে কিছুটা স্বস্তি ফিরলেও মুরগির দাম বেড়ে ক্রেতাদের কপালে ভাঁজ ফেলেছে। পাইকারি ও খুচরা বাজার ঘুরে দেখা গেছে, বেশিরভাগ শাক-সবজির দাম কিছুটা কমলেও ব্রয়লার ও সোনালী মুরগির দাম বৃদ্ধি পেয়েছে। নগরীর কাজীর দেউড়ি, রিয়াজউদ্দিন বাজার ও চান্দগাঁওয়ের বাজারে প্রতি কেজি ব্রয়লার মুরগি ১৬৫ থেকে ১৭০ টাকায় বিক্রি হচ্ছে, যা কয়েকদিন আগে ১৫০ টাকার আশেপাশে ছিল। অন্যদিকে, সোনালী মুরগির দাম প্রতি কেজি ২৮০ থেকে ৩০০ টাকা, যা সাধারণ ক্রেতাদের নাগালের বাইরে চলে যাচ্ছে। সবজির বাজারে কিছুটা স্বস্তি মিলেছে। আগের তুলনায় বেগুন, পটল, শসা, ঝিঙা, করলা, লাউ ও শাকপাতার দাম ৫ থেকে ১০ টাকা পর্যন্ত কমেছে। পাইকারি দরে চালের বাজারেও স্থিতিশীলতা দেখা গেছে। ব্যবসায়ীরা বলছেন, নতুন মৌসুমের ধান আসতে শুরু করায় বাজারে চাপ কিছুটা কমেছে। নগরীর রিয়াজউদ্দিন বাজারের ক্রেতা তানজিদা...