গাজীপুরের টঙ্গীর কেমিক্যাল গুদামে অগ্নিকাণ্ডের ঘটনায় দগ্ধ মো. আল-আমিন বাবু (২৩) নামের একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩। শুক্রবার সকালে ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। মৃত আল আমিনের বাড়ী কুড়িগ্রাম জেলার রৌমারী থানা এলাকায়। তিনি টঙ্গীর রিয়েল কলোনিতে থাকতেন। আল-আমিন একটি দোকানে কর্মরত ছিলেন বলে জানা গেছে। মৃত আল-আমিনের ভাই আসাদ জানায়, গত ২২ সেপ্টেম্বর টঙ্গী এলাকায় কেমিক্যাল গোডাউনে বিস্ফোরণে আল-আমিন দগ্ধ হয়। পরে তাকে ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটে ভর্তি করা হয়। আজ সকালে আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় সে মারা যায়। ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক ফারুক বিষয়টি নিশ্চিত করেছেন।...